Seller BD Shop-এ পোস্ট করার নিয়ম কি কি?

    1. বিক্রেতা বিজ্ঞাপনের জন্য যে মোবাইল নাম্বরটি ব্যবহার করবেন তার সঠিকতা যাচাই এর জন্য সেই মোবাইল নম্বর দিয়ে Seller BD Shop এ রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক। তাই আগে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তারপর পন্যের বিজ্ঞাপন দিন ।
    2. বিজ্ঞাপনে উল্লেখিত পণ্য অথবা সেবাটি সুনির্দিষ্ট হতে হবে।
    3. ছবিতে কোন ধরণের জলছাপ থাকা যাবে না।
    4. আপনি যদি আপনার পন্য কে  Boost করে  আপনার লোকেশনে ১০০০ থেকে ৫০০০ মানুষের কাছে দেখাতে চান সেক্ষেত্রে Seller BD Shop এর থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে।
    5. আপনার মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার  বিজ্ঞাপনের  ব্যবহার করা হবে যাতে ক্রেতা আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারে।
    6. একই বিজ্ঞাপন ৭ দিনের মধ্যে পুনরায় অথবা একাধিকবার পোস্ট করবেন না।
    7. ব্যাবহৃত পণ্যের বিজ্ঞাপনে ডাউনলোড করা ছবি গ্রহণযোগ্য নয়।
    8. রেপ্লিকা অথবা নকল পণ্যের বিজ্ঞাপন পোস্ট করবেন না।
    9. বিজ্ঞাপনে অসামঞ্জস্য বা অবাস্তব মূল্য গ্রহণ করা হবে না।
    10. আপত্তিকর ভাষা এবং ছবি গ্রহণযোগ্য নয়।
    11. অবৈধ পণ্য অথবা সেবার বিজ্ঞাপন গ্রহণ করা হবে না।

    অনুগ্রহ করে  সঠিক মূল্য নির্বাচন করে বিজ্ঞাপনটি পোস্ট করুন এবং সবচেয়ে সহজ এবং দ্রুততম উপায়ে Seller BD Shop-এ বিক্রি করুন৷