Seller BD Shop-এ পোস্ট করার নিয়ম কি কি?
- বিক্রেতা বিজ্ঞাপনের জন্য যে মোবাইল নাম্বরটি ব্যবহার করবেন তার সঠিকতা যাচাই এর জন্য সেই মোবাইল নম্বর দিয়ে Seller BD Shop এ রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক। তাই আগে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তারপর পন্যের বিজ্ঞাপন দিন ।
- বিজ্ঞাপনে উল্লেখিত পণ্য অথবা সেবাটি সুনির্দিষ্ট হতে হবে।
- ছবিতে কোন ধরণের জলছাপ থাকা যাবে না।
- আপনি যদি আপনার পন্য কে Boost করে আপনার লোকেশনে ১০০০ থেকে ৫০০০ মানুষের কাছে দেখাতে চান সেক্ষেত্রে Seller BD Shop এর থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে।
- আপনার মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার বিজ্ঞাপনের ব্যবহার করা হবে যাতে ক্রেতা আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারে।
- একই বিজ্ঞাপন ৭ দিনের মধ্যে পুনরায় অথবা একাধিকবার পোস্ট করবেন না।
- ব্যাবহৃত পণ্যের বিজ্ঞাপনে ডাউনলোড করা ছবি গ্রহণযোগ্য নয়।
- রেপ্লিকা অথবা নকল পণ্যের বিজ্ঞাপন পোস্ট করবেন না।
- বিজ্ঞাপনে অসামঞ্জস্য বা অবাস্তব মূল্য গ্রহণ করা হবে না।
- আপত্তিকর ভাষা এবং ছবি গ্রহণযোগ্য নয়।
- অবৈধ পণ্য অথবা সেবার বিজ্ঞাপন গ্রহণ করা হবে না।
অনুগ্রহ করে সঠিক মূল্য নির্বাচন করে বিজ্ঞাপনটি পোস্ট করুন এবং সবচেয়ে সহজ এবং দ্রুততম উপায়ে Seller BD Shop-এ বিক্রি করুন৷